স্বাস্থ্য সেবা কেন্দ্রে আপনাকে স্বাগতম।

SSK.COM.BD কি ?
SK.COM.BD হচ্ছে স্বাস্থ্য খাতে রোগীকে মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সেবা কেন্দ্রের সেবা দেওয়ার জন্য MBBS ও BDS ডিগ্রীধারী ডাক্তারদের একটি অনলাইন প্ল্যাটফর্ম।

SSK.COM.BD সেবা কি
MBBS বা BDS ডিগ্রীধারী BMDC নিবন্ধিত একজন ডাক্তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ভিডিও, অডিও ও মেসেজ) এর মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থিত দূরবর্তী রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।

SSK.COM.BD সেবা প্রদানের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাধ্যম গুলো কি কি
হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, লাইন, ভাইবার, স্কাইপ, ইমু ইত্যাদি ডাক্তার নিজের পছন্দ অনুসারে প্রযুক্তি ব্যবহার করে রোগীকে SSK.COM.BD সেবা দিতে পারবেন।

SSK.COM.BD এর কাস্টমার কেয়ার নম্বর কত ?
স্বাস্থ্য সেবা কেন্দ্রের এর কাস্টমার কেয়ার নম্বর আপাতত 01781 818 206। এই নম্বর থেকেই সকল ডাক্তারদের সাথে যোগাযোগ করা হবে।

SSK.COM.BD এর ফি কত ?
একজন ডাক্তার নিজের চাহিদা অনুযায়ী রোগীর কাছ থেকে যে টেলিমেডিসিন ফি নিতে চান তা প্রোফাইলে উল্লেখ করবেন।

SSK.COM.BD এর কর্তৃপক্ষ রোগী বা ডাক্তারের কাছ থেকে কত সার্ভিস ফি নেন ?
স্বাস্থ্য সেবা কেন্দ্রের কর্তৃপক্ষ রোগী বা ডাক্তারের কাছ থেকে কোন সার্ভিস ফি নেয় না। ডাক্তার প্রোফাইলে যে ফি নির্ধারণ করেন কাস্টমার কেয়ার রোগীর কাছ থেকে সেই পরিমাণ ফি বিকাশের মাধ্যমে সংগ্রহ করে তা ডাক্তারের বিকাশ একাউন্টে জমা করে দেন।

ডাক্তার কি SSK.COM.BD এর ফি পরিবর্তন করতে পারবেন ?
জ্বি পারবেন। ডাক্তার যে কোন সময় প্রোফাইল পেইজে নিজের স্বাস্থ্য সেবা কেন্দ্রের ফি পরিবর্তন করতে পারবেন।

MBBS ও BDS ডিগ্রীধারী BMDC নিবন্ধিত একজন ডাক্তার SSK.COM.BD এর সাথে কিভাবে যুক্ত হবেন?
MBBS ও BDS ডিগ্রীধারী BMDC নিবন্ধিত একজন ডাক্তার Doctor Registration লিংকে গিয়ে নিজের নাম, BMDC নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে বিনা মূল্যে নিবন্ধন করুন।

MBBS ও BDS ডিগ্রীধারী BMDC নিবন্ধিত একজন ডাক্তারকে SSK.COM.BD তে নিবন্ধন করতে কত টাকা ফি দিতে হয়?
MBBS ও BDS ডিগ্রীধারী BMDC নিবন্ধিত একজন ডাক্তার SSK.COM.BD তে বিনা মূল্যে নিবন্ধন করবেন।

MBBS ও BDS ডিগ্রীধারী BMDC নিবন্ধিত একজন ডাক্তার SSK.COM.BD এ কিভাবে প্রোফাইল তৈরি করবেন?
MBBS ও BDS ডিগ্রীধারী BMDC নিবন্ধিত একজন ডাক্তার SSK.COM.BD এ নিবন্ধন করার পর বা লগ ইন করার পর প্রোফাইল পেইজ আসবে। সেই প্রোফাইল পেইজে নিজের ছবি, চিকিৎসা-শিক্ষা যোগ্যতা, পদবি, বিভাগ, বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত, কর্মরত প্রতিষ্ঠানের ঠিকানা, BMDC নিবন্ধন নম্বর, জেন্ডার, টেলিমেডিসিন ফি, চেম্বার ফি, নিজের সম্পর্কে, কোন চিকিৎসা-শিক্ষা যোগ্যতা কোন চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হতে পাস করেছেন তার উল্লেখ, অভিজ্ঞতা, গবেষণা ও প্রকাশনা, পদক পুরস্কার ও সম্মাননা, চিকিৎসা পেশাজীবী সংগঠন, চেম্বারের ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করুন। এবং নিয়মিত তথ্য আপডেট করুন। View Example

SSK.COM.BD তে ডাক্তারকে সব সময় লগ ইন করে থাকতে হয়?
না। শুধুমাত্র প্রোফাইলে তথ্য আপডেট করার জন্য লগ ইন করবেন। অন্যথায় লগ আউট করে রাখবেন।

ডাক্তার SSK.COM.BD এর মাধ্যমে রোগীকে কিভাবে সেবা দিবেন?
রোগী SSK.COM.BD ওয়েবসাইটে ডাক্তারদের প্রোফাইল দেখে নিজের রোগের প্রয়োজন অনুযায়ী ডাক্তার পছন্দ করেন। এরপর রোগী সেই ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য SSK.COM.BD এর কাস্টমার কেয়ার নম্বরে কল করেন এবং কাস্টমার কেয়ারে পরামর্শ করে SSK.COM.BD এর বিকাশ নম্বরে টেলিমেডিসিন ফি পরিশোধ করেন এপয়েন্টমেন্টের জন্য। এরপর কাস্টমার কেয়ার থেকে সেই ডাক্তারের সাথে যোগাযোগ করা হয় এবং রোগীর নাম ও রোগীর মোবাইল নম্বর ডাক্তারকে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় ভেরিফিকেশনের জন্য। এরপর ডাক্তারের মোবাইল নম্বর রোগীকে দেওয়া হয় ডাক্তারকে কল করার জন্য। এরপর রোগী ডাক্তারকে ভিডিও বা অডিও কল দিয়ে ডাক্তারের পরামর্শ নেন। প্রয়োজনীয় পরামর্শের দেওয়ার পর ডাক্তার রোগীকে ই-প্রেসক্রিপশন বা প্রেসক্রিপশনের ছবি রোগীর কাছে তাৎক্ষনিকভাবে পাঠিয়ে দেন। পরামর্শ শেষ হওয়ার পর ডাক্তারের বিকাশ একাউন্টে টেলিমেডিসিন ফি কাস্টমার কেয়ার থেকে সাথে সাথে পাঠিয়ে দেওয়া হয়।